শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে ক্ষুদ্রায়তনে চা আবাদ সম্প্রসারণ বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম।
ইউএনও শেখ জাবের আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই কমিটির পরিচালক ও আহ্বায়ক ড. এ.কে.এম রফিকুল হক, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল।
এতে আরো বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রউফ, সিংগাবরুণা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুজ্জামান, বালীজুরি রেঞ্জের বন কর্মকর্তা সুমন মিয়া, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
টিএইচ